শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুব উন্নয়নে অগ্রাধিকার হবে- সৈয়দ ফয়সল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

সারোয়ার নেওয়াজ শামীম।।

বুধবার হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সৈয়দ মো. ফয়সল বলেছেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকীকরণ এবং বেকারত্ব দূরীকরণে যুবকদের কর্মসংস্থান-৩১ দফার অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতির অংশ। এসব বাস্তবায়িত হলে হবিগঞ্জ-৪ হবে একটি মডেল আসন।বুধবার (১৯ নভেম্বর ২৫ইং) বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রতনপুর ঈদগাহ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি  এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে গ্রামাঞ্চলে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, কৃষি ও চা-বাগান খাতের উন্নয়ন, যুব ও নারী উন্নয়নসহ সবার জন্য সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে।সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাবেদ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ