ভাঙ্গায় মহাসড়কে কঠোর অবস্থানে শৃঙ্খলা বাহিনী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫ মোঃ রিপন শেখ ফরিদপুর-৪ আসনে আলগি ও হামিদদি ইউনিয়নের বিচ্ছিন্ন হয়ে নগরকান্দা উপজেলায় যুক্ত হওয়া সংক্রান্ত আজ রায়কে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে আজ ২৭ নভেম্বর সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সড়কে কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভাব্য উত্তেজনা বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যান চলাচল স্বাভাবিক থাকলেও কয়েকটি স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। আইশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই অতিরিক্ত ফোর্স মহাসড়কে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অযথা গুজব বা ভয় ছড়ানো থেকে সকলকে বিরত থাকার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “সকাল থেকে বরিশাল-ফরিদপুর ভাঙ্গা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছি।”মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ভাঙ্গা উপজেলা এলাকা সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: