মনোহরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫ মো. হিমেল মিয়া মনোহরদী, নরসিংদী “দেশীয় জাত– আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে এ বর্ণাঢ্য আয়োজন শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল মঞ্চে এসে শেষ হয়। র্যালিকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠান প্রফুল্ল ও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান। এছাড়া উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ম শহীদুল্লাহ ভূঁইয়া, কৃষি কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা মাধবী সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোরশেদুল আলম এবং উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা গোলাপ মিয়া। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও দেশীয় জাতের উন্নয়ন নিশ্চিত করতে পারলে এ খাত আরও সমৃদ্ধ হবে বলেও তারা মত দেন। প্রদর্শনীতে মনোহরদী উপজেলার ১২টি ইউনিয়নের খামারিরা অংশগ্রহণ করেন। তারা তাদের খামারের বিভিন্ন পশু–পাখি—গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, ঘোড়া—প্রদর্শনীতে উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ মুহাইমিন আল জিহান প্রদর্শনীর সব স্টল ঘুরে দেখেন এবং খামারিদের উৎসাহ প্রদান করেন। দিনব্যাপী আয়োজন শেষে সেরা খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। র্যালি ও প্রদর্শনী মিলিয়ে পুরো মনোহরদীজুড়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। SHARES সারা বাংলা বিষয়: