নবীনগরে ৬ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ ফরিদ আহমেদ।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোর্ট রোড, হাজী আক্তারুজ্জামান সুপার মার্কেটের নীচতলায় অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক ৬ বছর যাবৎ সহজ ও ঝামেলাহীন ভাবে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। জানা যায়, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি (ডিবিবিএল) কোম্পানিগঞ্জ শাখার অধীনে গত ১২ ডিসেম্বর ২০১৮ সালে এ ফাস্ট ট্র্যাক উদ্বোধন করা হয়। এসিস্ট্যান্ট চ্যানেল অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, সকাল ৮ টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিস কার্যক্রম চালু থাকে। তাছাড়া গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথ সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে। এসময় টাকা জমা ও তোলা যায়। তিনি আরো জানান, এ শাখায় একাউন্ট খোলা হয়, এটিএম কার্ড বিতরণ করা হয়, পার্সোনাল ও হোম লোন দেওয়া হয়, ক্রেডিট কার্ড দেওয়া হয় এবং রকেট একাউন্ট খোলা হয়। SHARES সারা বাংলা বিষয়: