নোয়াখালী চাটখিলে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ১, ২০২৪ মোহাম্মদ রুহুল আমিন ।জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪। টানা ৪র্থ বার মাধ্যমিক পর্যায়ে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। ৩০ এপ্রিল (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক ঘোষিত ফলাফলের ভিত্তিতে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ তথ্য জানান। এছাড়াও এ বিদ্যালয় এ বছর শ্রেষ্ঠ স্কাউট দল, শ্রেষ্ঠ স্কাউট ছাত্র- বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী আবদুল মনিব, শ্রেষ্ঠ শিক্ষার্থী আবদুল মনিব, শ্রেষ্ঠ গার্লস গাইড দল, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক-হাছিনা আক্তার, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষার্থী- উম্মে আইমান বিনতে জহির নির্বাচিত হয়। শিক্ষার্থী প্রতিযোগিতায় — ‘ক’ গ্রুপ (৬ষ্ঠ- ৮ম) ১। নজরুল সঙ্গীত – (১ম) খাদিজাতুল কোবরা -৭ম ২। নির্ধারিত বক্তৃতা – (১ম)লহমা তাবাসসুম -৬ষ্ঠ ৩। হামদ ও নাত- (৩য়) আফরা ইসলাম রিকা-৮ম ৪। কবিতা আবৃত্তি -(২য়)লহমা তাবাসসুম -৬ষ্ঠ ৫। বাংলা রচনা – (৩য়) উম্মে আইমান বিনতে জহির শিক্ষার্থী পর্যায়ে -‘খ’ গ্রুপ(৯ম-১০ম) ১। নির্ধারিত বক্তৃতা – (১ম) আবদুল মনিব-৯ম ২। বিতর্ক (একক)- (১ম) আবদুল মনিব-৯ম ৩। বাংলা রচনা-( ১ম) ইসরাত জাহান -৯ম ৪। ইংরেজি রচনা -(১ম) তাসনিয়া তাহসিন -৯ম ৫। কবিতা আবৃত্তি – (২য়) তাসনিয়া তাহসিন -৯ম ৬। নির্ধারিত বক্তৃতা -(২য়) তাসনিয়া তাহসিন -৯ম বিদ্যালয়টি শ্রেষ্ঠ হওয়ার পাশাপাশি আরও ৬টি পর্যায় শ্রেষ্ঠত্ব অর্জনসহ ৭টি শ্রেষ্ঠ এবং শিক্ষার্থী পর্যায়ে ১১টি সহ সর্বমোট ১৮টি অর্জন করে এ বছর। ধারাবাহিক ৪র্থবার এমন সাফল্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বেলায়েত হোসেন ও প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন সাহেব -‘” মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায়সহ শিক্ষক, কমিটি, শুভাকাঙ্ক্ষী এবং বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘ SHARES সারা বাংলা বিষয়: