গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

ইউনুসআলী।গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈর চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে মঙ্গলবার দিন ব্যাপি গাজীপুরের কোনাবাড়ীর দেওলিয়াবাড়ূী ও এশরার নগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুননাহার এই অভিযান পরিচালনা করেন । এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৭৫ টি বাড়িতে ২৪০ টি চুলা বিচ্ছিন্ন করা হয় । জব্দ করা হয়েছে রাইজার, পাইপসহ বিভিন্ন মালামাল। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৮ জনকে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকৌ. মোহাম্মদ মোস্তফা মাহবুব-ব্যবস্থাপক (জোবিঅ-চন্দ্রা), প্রকৌ. রায়হান কবির-উপব্যবস্থাপক (জোবিঅ-চন্দ্রা), মো. মাসুদ বিন ইউসুফ ও মো. মাহদিন খান-সহকারী প্রকৌশলী, মো. নুরনবী-উপ-সহকারী প্রকৌশলী, মো. সাইজুল ইসলাম ও মো. আব্দুর রাজ্জাক (সহকারী ব্যবস্থাপক-রাজস্ব) এবং মো. শফিকুল আলম-সহকারী কর্মকর্তা-রাজস্বসহ জোবিঅ-চন্দ্রা শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।