বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্তৃক অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী ও ০২ জন সাজা পরোয়ানা ভুক্ত আসামী ও ০২ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪

ইমামুল বাসার।যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করার লক্ষ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাভারন সার্কেল জনাব নিশাত আল নাহিয়ান মহোদয় ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব সুমন ভক্ত’র তদারকিতে এসআই মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ ধৃত আসামী মোঃ জসিম উদ্দিন (৩৮) এর বসত বাড়ীর উঠান হইতে ধৃত আসামী মোঃ জসিম উদ্দিন(৩৮), পিতা-মোঃ সিরা্জুল ইসলাম ,স্থায়ী: গ্রাম- পুটখালী, থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা –যশোর এর নিকট হইতে উদ্ধার-০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
সাব ইন্সপেক্টর আমীর হোসাইন এর নেতৃত্বে একটি অভিযানিক দল বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবের গ্রামস্থ ধৃত আসামী মোছা:আনোয়ারা @ বড় মনি (৪১) স্বামী মো: গোলজার মাতা মোছা: মালেকা স্থায়ী :গ্রাম ভবের (বেড়মোহাম্মদ আলী ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া) থানা বেনাপোল পোর্ট জেলা যশোর এর বসত বাড়িতে অভিযান চালিয়ে আসামীর হেফাজত হইতে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। উক্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় ০২টি মাদক মামলা রুজু করা হয়।

এছাড়াও পৃথক পৃথক অভিযানে১। জিআর-৫৫৫/১৪ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ কামাল হোসেন ৥ কালো (২৮), পিতা-মৃতঃ আকবর আলী, সাং-ভবেরবেড়, ২। জিআর-২৫২/১৭ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ কামরুজ্জামান (২৪) পিতা-মোঃ রেজাউল ইসলাম, সাং-নটাদিঘা (ব্রিজের দক্ষিন পার্শ্বে), ৩। জিআর-২৭৩/১৯ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী খাইরুল ইসলাম ৥ পাকা বুড়ো (৩৫), পিতা-মৃঃ সুরোত আলী ৥ সুরত কামার, সাং-৪ নং ঘিবা হুজুরপাড়া, ৪। জিআর-১৯৬/২০ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আশিকুর রহমান ৥ আশিক (২৬), পিতা-আঃ সালাম সর্দার, মাতা-শিরিনা বেগম, সাং-শাখারীপোতা জেম এর বাড়ির পাশে, সর্ব থানা- বেনাপোল পোর্ট, জেলা –যশোরদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ইং ১২/০৭/২০২৪ খ্রিঃ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।