ফরিদগঞ্জে পুষ্টি বাগান তৈরির উপকরণ বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪

মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু।পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্যে অনবাদি পতিত জমিতে ও বসত বাড়ির আঙিনায় পারবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ সংশোধিত) এর আওতায় চাঁদপুরের ফরিদগঞ্জে পুষ্টি বাগান তৈরি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার এই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম এর সঞ্চানলায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডল, কৃষি কর্মকর্তার কল্লোল কিশোর সরকার ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর উপজেলার মোট ২৫০জন কৃষকের মাঝে ৬টি ফলজ গাছের চারা, একবছর তথা তিন মৌসুমের বীজ, জৈবসারসহ ৪ প্রকারের সার, ঝাঁঝুড়ি, নেট ও সুতাসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে। নিয়মানুযায়ী কৃষকরা পতিত জমি ও বাড়ির আঙিনায় পুষ্টি বগান করলে নিজেদের চাহিদার পুরনের পাশপাশি বিক্রি করতে পারবে।