কেন্দুয়ায় মুক্তিযোদ্ধা রহমত আলীর পাশে উপজেলা নির্বাহী অফিসার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন । তখন ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সমবেদনা ও ত্রাণ সহায়তা প্রদান করা হয় তৎক্ষনাৎ ।

বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর মেয়ে নাজমা বেগম বলেন, ইউএনও স্যার গতকাল এসেছিলেন । চাল, ডাল, তেল, চিনিসহ প্রয়োজনীয় মশল্লাও দিয়ে গেছেন ।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, আমি গতকাল সন্ধ্যায় পরিদর্শন করে আক্রান্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছি ৷ অপরাধী যেই হোক না কেনো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।উল্লেখ্য গত শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দু’টায় বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা ।