রায়পুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪ মো:শরীফ হোসেন।লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সুজন পাটোয়ারীর উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিক্ষস্থ কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের চারা বিতরণ করা হয় । বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় শতাধিক কৃষকের মাঝে এসব চারা বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর ফিস হ্যাচারিতে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রায়পুর পৌর বিএনপি’র সহ সভাপতি এড. আব্দুল মজিদ চৌধুরী , জেলা যুবদলের সহ- সভাপতি ও রায়পুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি, শফিকুল ইসলাম আলমাস, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন প্রমূখ। সুজন পাটোয়ারী বলেন, সাম্প্রতিক বন্যায় রোপা আমনের বীজ তলা ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ হওয়ায় চারা সঙ্কটে পড়ে চাষীরা। এ সঙ্কট উত্তরণে আপাততঃ রায়পুর পৌরসভার ক্ষতিগ্রস্ত পাশে থেকে সহযোগিতা করার এ ক্ষুদ্র প্রয়াস। এ কাজে সহযোগীতার হাত প্রসারিত করা সকল বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খী সহ রায়পুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। SHARES সারা বাংলা বিষয়: