চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

মোঃ হায়দার আলী ।সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও সর্বপ্রকার সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০.৩০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ডেমোক্রেসি ওয়াচের, আস্থা প্রকল্পের সহযোগিতায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন অস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম, নাগরিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জোনাব আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাস, অস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার, মোসাঃ আরিফা খাতুন, বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র মোঃ শিহাব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডির সদস্য সোহেল রানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ছাত্রজনতা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছি দেশে আইনের শাসন বাস্তবায়িত হওয়ার জন্য। কিন্তু বর্তমানে আমরা দেখছি ধর্মীয় দাঙ্গা, নারী নির্যাতন, পিটিয়ে হত্যা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। কিন্তু সরকার এসব ঘটনার দৃশ্যমান ব্যবস্থা নিতে পারছে না এবং মানুষ এখন ভয়ে থাকছে। এসব নিয়ে আওয়াজ না তুললে দেশে স্বৈরতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে৷ পাহাড়ি, বাঙালি বৈষম্য দূর করে সকলকে সমান অধিকার দিতে হবে। একটি কুচক্রী মহল পাহাড়িদের নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে দমন করার দাবি জানান বক্তারা।