নওগাঁয় ৪ মাদক সেবীকে ভ্রামম্যান আদালতে কারাদণ্ড দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪ সাইফুল ইসলাম।নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ ৪ জন মাদক সেবীকে আটক করেছেন। সোমবার ৩০ সেপ্টেম্বর সকালে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমানের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যান আদালত। আটককৃত ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার কুকরাইল গ্রামের মফিজের ছেলে আলমগীর হোসেন (২৫), বানিসর গ্রামের শরিফ খলিফার ছেলে খোরশেদ (৪৫), ময়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫), ও বাছের মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। পরে মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ৪ জনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদন্ড করেন। এরপর থানা পুলিশ তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন। SHARES সারা বাংলা বিষয়: