চাটখিলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

মোহাম্মদ রুহুল আমিন।আজ (৫ অক্টোবর) শনিবার চাটখিল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে এবং ঘাটলা বাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়।

বিশ্ব শিক্ষক দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার।” সকাল ১১ টায় প্রাথমিক, মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের প্রায় ২ শতাধিক শিক্ষকের উপস্থিততে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে আলোচনায় বক্তব্য রাখেন চাটখিলের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, কড়িহাটি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ফিরোজ আহমদ চৌধুরী , মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। বক্তব্যে সকলেই বাংলাদেশ প্রেক্ষাপটে শিক্ষকদের অর্থনৈতিক বৈষম্যের কথা তুলে ধরেন।