উলপুর মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এতিম ছাত্রীদের নির্যাতন ও অব্যবস্হাপনার বহুল অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

শেখ ফরিদ আহমেদ গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উলপুর মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে বহুল অভিযোগের ভিত্তিতে আজ ৭ অক্টোবর ২০২৪ সোমবার সরেজমিনে দেখা যায় যে, মাদ্রাসার প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রী উপস্থিতি একেবারে শূন্য কোঠায় । ছাত্রী ভর্তি রেজিষ্ট্রেশন বহি অনুসারে ১ম শ্রেনীতে ৫ জন থাকলেও উপস্থিতি শূন্য, ২য় শ্রেনীতে ১৫ জন থাকলেও উপস্থিতি শূন্য,৩য় শ্রেণীতে ১৩ জন থাকলেও উপস্থিতি শূন্য, ৪র্থ শ্রেনীতে ১৮ জন থাকলেও উপস্থিতি ২জন, ৫ম শ্রেণীতে ১৪জন থাকলেও উপস্থিতি শূন্য। মাদ্রাসার শিক্ষক ১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১০জন । কর্মচারী ৫ জনের মধ্যে উপস্থিত ৪ জন । উপস্থিত ৪র্থ শ্রেণীতে পড়ূয়া ছাত্রী ২টি বাংলা ও ইংরেজি পড়তে ১ম শ্রেণীতে পড়ূয়া ছাত্রীর সমতূল্যও না । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান যে মাদ্রাসা সুপারেন্টটেড জনাব এ,কে,এম, সাইফুল্লাহ (এম,এফ,এম,এ, বি,এড) সাহেবের স্বেচ্ছাচারিতায় মাদ্রাসাটির সকল ব্যবস্থা ভেঙে পড়েছে, তিনি যাবতীয় সিদ্ধান্ত সমূহ নিজেই গ্রহণ করেন এবং রেজুলেশন নিজেই তৈরি করে রেজুলেশন বহি পাঠিয়ে দিয়ে অথবা ম্যানেজিং কমিটির সদস্যদের ডেকে এনে সহি সম্পাদন করান । এতিম ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন ও অবজ্ঞার অভিযোগ ভুক্তভোগী এতিম ছাত্রীরা জানিয়েছেন এবং তারা মাদ্রাসা সুপারেন্টটেড ও শিক্ষক কর্মচারীদের ভয়ে মাদ্রাসায় আসতে ভয় পায়। কারন সুপারের নির্দেশেই ৪র্থ শ্রেণীর কর্মচারীরা তাড়িয়ে ধরে মারপিট করে ও অধিকাংশ শিক্ষকরা এতিম বলে অবহেলা ও মারধর করে বলে এতিম ছাত্রীরা জানায় । স্থানীয়দের মন্তব্যে সুপাররেন্টেড সাহেবের খুঁটির জোর অনেক, একটি বিশেষ এলাকায় বাড়ি বলে তাহার বিরুদ্ধাচরণ করে কিছু হবেনা।