শিবগঞ্জে কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের সাদুরিয়া বলারামপুর কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলীর দুর্নীতি, অনিয়ম চাঁদাবাজি ও সংগঠনের কার্যক্রমের হিসাব না দেওয়া তাকে বহিষ্কার দাবিতে বিক্ষোভ করেছে সংগঠনের সদস্যরা। রবিবার (১৩ অক্টোবর)দুপুরে সাদুরিয়া বলারামপুর কুলি শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ের সামনে বগুড়া -জয়পুরহাট সড়কে ভুক্তভোগী ৬০- ৬৫ জন সদস্য তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।সংগঠনেের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, শাহ সুলতান হিমাগারে সংগঠনের ৮০জন শ্রমিক কাজ করে। ৩লাখ ধারণ ক্ষমতার হিমাগারে আলুর বস্তার কমিশন হিসেবে প্রতি বস্তায় ১টাকা দিলে প্রায় বছরে ৩ লাখ টাকা সমিতিতে জমা থাকে। সেই টাকা শ্রমিক না দিয়ে আত্মসাৎ করছে। এই নিয়ে তাকে অনেকবার সতর্ক করার পরেও সে কর্নপাত করেনি। দীর্ঘ দিন যাবৎ হিসাব দেয় না। সে দুর্নীতি, অনিয়ম করে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবং সংগঠনকে ব্যক্তিগত কাজের ব্যহার করে আসছে। সাবেক সংগঠনের সাধারণ সম্পাদক জানায়, তার অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাকে সংগঠন থেকে বহিষ্কার করেন। কেউ সংগঠনের আয়- ব্যয় হিসাব চাইলে তাকে বহিষ্কার সহ বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শন করে। ঈদের সময় সংগঠন থেকে শ্রমিক কিছু বোনাস দেওয়া হতো তাও আর দেয় না।সংগঠনের সদস্য আবু বকর সিদ্দিক ওরফে বিশ্বাসী বলেন, সম্পর্কে ইউসুফ আলী (সভাপতি) মামা হচ্ছে। সংগঠনের সদস্যদের কাছ থেকে ঘুষ নিয়ে হাজিরা তুলেন, সে সংগঠনের লোকজন নিয়ে বাড়ির বিভিন্ন কাজ করে নেয়। তিনি আরও বলেন এরকম দুর্নীতি ও চাঁদাবাজ সভাপতিকে চাই না। তাকে দ্রুত বহিষ্কার করা হোক। বলরামপুর শাহ সুলতান হিমাগারের এক নারী শ্রমিক বলেন,হিমাগারে আলু বাছার কাজ করে জীবন যাপন করি। আমাদেরকে প্রতিদিন ১০টাকা করে এই সংগঠনকে দিতে হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি গাজিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপদেষ্টা মোশাররফ হোসেন, সাজু মিয়া, মোস্তফা আলীসহ ৬৫ জন সদস্য।অভিযুক্ত সভাপতি ইউসুফ আলীর কাছে মুঠোফোনে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে সভাপতির পদ থেকে সরানোর জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। SHARES সারা বাংলা বিষয়: