কলমাকান্দায় বেপরোয়া গাড়ীর চাপায় মাদ্রাসার শিক্ষার্থী নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

নাজমুলহুদা । নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বেপরোয়া গতির গাড়ী চাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী আট বছর বয়সী শিশু ছোয়ামনি  নিহত হয়েছে। ধারাপাড়া থেকে ঘাতক গাড়ীটিকে  আটক করেছে এলাকাবাসী । কিন্তু গাড়ীর  চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। আজ সোমবার সকালে কলমাকান্দা উপজেলার রংছাতি  ইউনিয়নের ধারাপাড়া গ্রামে ফুফু নাদিরা আক্তার এর বাড়ি সংলগ্ন রামনাথপুর হরিমন্দির এর সামনে সীমান্ত সড়কে এ  ঘটনাটি  ঘটে । সন্তানদের  হারিয়ে ফুফু, দাদীসহ স্বজনরা  বাকরুদ্ধ। এ ঘটনায়  ওই গ্রামে মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। নিহত  ছোয়ামনি হলো ,  ময়মনসিংহের কোতোয়ালী থানার  বাঘেরকান্দা  গ্রামের সাখাওয়াত উল্লাহ ও সুমি আক্তার দম্পতির বড় সন্তান । ছোয়ামনি ওই এলাকার একটি  মাদ্রাসার  শিক্ষার্থী ছিল। নিহতের ফুফু নাদিরা আক্তারের শ্বশুর বাড়ী কলমাকান্দার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে। ফুফার নাম হচ্ছে মো. জালাল উদ্দীন। স্থানীয় ও নিহতের স্বজনের সূত্রে জানা গেছে , ময়মনসিংহের বাড়ি থেকে  গত শনিবার দাদী মোছা. রেহেনা বেগমের সাথে কলমাকান্দা উপজেলার ধারাপাড়া গ্রামে ফুফুর বাড়ীতে আসে ছোয়ামনি ।  নিহতের ফুফুর বাড়ি সংলগ্ন রামনাথপুর হরিমন্দির এর সামনে সীমান্ত সড়কের পাশে  বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল বেড়াতে আসা  ছোয়ামনি (৮) । এসময়  সীমান্তবর্তী মহেষখলা থেকে  ঢাকাগামী যাত্রীবাহী একটি  গাড়ি বেপরোয়া গতিতে আসছিল।  সকাল অনুমান  ৯ টা ১৫ মিনিটে  গাড়ি  চাকার নিচে পড়ে যায় ছোয়ামনি। আর বাকি শিশুরা সড়কের পাশে পুকুরে পানিতে  ছিটকে গিয়ে পড়ে। তাদের চিৎকারে  ফুফু নাদিরাসহ আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো.শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু ছোয়ামনির মৃত্যু হয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।