পাঁচবিবি পৌর জামায়াতের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার ।।
 জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ইতিহাসে স্মরণীয় গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে
এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ এশা পাঁচবিবি পৌর জামায়াতের কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর আবুল বাশার। উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম রব্বানী, পাঁচবিবি স্টেশন জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোঃ ইহাইয়া,পৌর পেশাজীবি বিভাগের সেক্রেটারী ডাঃ মোঃ ফারুক হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা, ২০২৪ সালের সেই ভয়াল গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরেন। তাঁরা বলেন,বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত গণঅভ্যুত্থান একটি রক্তাক্ত ও গৌরবময় অধ্যায়। শহীদ ভাইদের আত্মত্যাগ ছিল এই জাতির জন্য দ্বিতীয় স্বাধীনতার দাবি প্রতিষ্ঠার পথে এক অনন্য দৃষ্টান্ত। বক্তারা আরও বলেন, “শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাঁদের রেখে যাওয়া আদর্শের পথ ধরেই ইনশাআল্লাহ এদেশে ইনসাফভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা ও পঙ্গুত্ববরণকারীদের ধৈর্য ও সবরের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, শহীদদের রেখে যাওয়া আদর্শ ও আন্দোলনকে সামনে রেখেই তাঁরা ইসলামী আন্দোলনের পথকে বেগবান করে তুলবেন।