মেহেরপুর গাংনীতে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
মেহেরপুরের গাংনীতে পৈতিক জমিজমা সংক্রান্ত বিরোধে সহকারী শিক্ষিকা জাকিয়া খাতুন ও জোসনা খাতুনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে নিহত জাকিয়া খাতুনের স্বামী জাহিদ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মহিবুল ইসলাম ওহিদ সহ তিনজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার এক নং আসামী মহিবুল ইসলাম ওহিদকে গ্রেফতার করেছে পুলিশ।গাংনী থানার ওসি তদন্ত মেজবাহ জানান, নিহত স্কুল শিক্ষিকা জাকিয়া খাতুনের স্বামী জাহিদ হোসেন বাদী হয়ে মহিবুল ইসলাম ওহিদকে এক নং আসামী করে আরো দুজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান,মামলাটি তদন্ত শুরু হয়েছে। এছাড়া অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।এদিকে স্কুল শিক্ষিকা জাকিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহকর্মীরা। সোমবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষক  সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল।এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও নিহত জাকিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য : পৈতিক জমিজমা সংক্রান্ত বিরোধে আপন বোন ও ভাবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মহিবুল ইসলাম ওহিদের বিরুদ্ধে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহিদ ও তার বোন শামিমা খাতুন আহত হয়েছে।