ছায়াবীথি বৃক্ষপ্রেমী সোসাইটি, বাংলাদেশের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪
শেখ ফরিদ আহমেদ।।  অদ্য ২৩ অক্টোবর বুধবার গোপালগঞ্জ জেলার বৃহৎ বৃক্ষপ্রেমী সংগঠন ছায়া বীথি বৃক্ষপ্রেমী সোসাইটি, বাংলাদেশের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় । এ উপলক্ষে সকাল ০৯.৩০ মি: এক বর্ণাঢ্য রেলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা সম্মেলন কক্ষে শেষ করে আলোচনা সভা, বৃক্ষের চারা বিতরণ, প্রধান অতিথি কর্তৃক বৃক্ষের চারা রোপণ, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ছায়াবীথি বৃক্ষ প্রেমী সোসাইটি অ্যাওয়ার্ড ২৪ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । র‍্যালিতে অংশগ্রহণ স্লোগানে মুখরিত হয় সারা শহর তার মধ্যে অন্যতম স্লোগান “ছায়াবিথির শপথ আজ, সারাদেশে লাগান গাছ”।দুই হাজার ত্রিশ সাল হবে যখন, এক কোটি গাছ রোপন হবে তখন”  “ছায়াবিথির আহ্বান, বেশি বেশি গাছ লাগান” “পরিবেশ ও জীবনের জন্য, বৃক্ষরোপণ করে হব ধন্য ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজহারুল ইসলাম উপ পরিচালক স্থানীয় সরকার গোপালগঞ্জ ও পৌর প্রশাসক গোপালগঞ্জ পৌরসভা, বিশেষ অতিথি ছিলেন মোঃ আশরাফুল হক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও মোঃ আহসান হাবীব জেলা এ্যাকাউন্ট ও ফিন্যান্স অফিসার গোপালগঞ্জ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এছাড়া মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ প্রাক্তন অধ্যক্ষ এসে এম কামিল মাদ্রাসা, নরেশ চন্দ্র দাস প্রাক্তন শিক্ষা কর্মকর্তা, আব্দুল কুদ্দুস খান প্রাক্তন প্রধান শিক্ষক এস এম মডেল গভঃ হাই স্কুল, মোঃ শরিফুল ইসলাম সভাপতি আসপ, দেলোয়ার হোসেন কোষাধ্যক্ষ ছায়াবীথি বৃক্ষপ্রেমী সোসাইটি প্রমূখ। অনুষ্ঠানে ছায়া বীথি এওয়ার্ড/২৪ প্রদান করা হয় হামীম হোসাইন কে । রচনা প্রতিযোগিতায় ১ম স্থান থেকে ৫ম স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার বিতরণ করা হয় এবং সকল উপস্থিতিদের আমলকি বৃক্ষ চারা বিতরণ করা হয়। দিন ব্যাপী সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়াবীথি বৃক্ষপ্রেমী সোসাইটির সভাপতি প্রফেসর মেজর সরদার নুরুল ইসলাম (অব) । সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শেখ ফরিদ আহমেদ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী গোপালগঞ্জ।