ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ড মেম্বার মুজিবুর গং এর বিরুদ্ধে হত্যা,লুট ও ভাঙচুরের অভিযোগ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

মোঃ ইসমাইল।। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন এর ছোট হরন গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেক বাড়ি-ঘর, দোকানপাট ভাংচুর সহ মৃত আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে মোঃ মহুরম আলি (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবার। নিহতের ভাই মোঃ ইদন মিয়া বলেন, নাটাই দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমানের নেতৃত্বে-মোঃ খলিল পিতা শিশ মিয়া, মোঃ জাফর পিতা শিশ মিয়া, মোঃ কামাল মোল্লা পিতা ফয়জুদ্দিন, মোঃ নাইম ও হেলাল পিতা কাশেম মিয়া, মোস্তাকিম পিতা শাহজাহান,আমির মিয়া ও আলি হোসেন পিতা সিদ্দিকুর রহমান, সামসুল হক পিতা হাসান মিয়া,বাদল ও আলমগীর মোল্লা পিতা রব মিয়া, শরিফ পিতা জয়নাল মিয়া, রাসেল পিতা জুরু মিয়া এবং উলি মিয়ার ছেলে মোঃ মামুন সহ আরও অনেকে মিলে মহুরম আলিকে এলোপাথাড়ি পিটিয়ে বাড়ির পাশের ব্রীজ থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করে। এবং তারা আমাদের ৩০-৩৫টি ঘরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে।জানা যায়, নিহত মরহুম মিয়ার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিহতের ভাই। নিহতের স্ত্রী ও তিন কন্যা সন্তান অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবি করেন। বিভিন্ন সূত্রে জানা যায়,৯নং ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান এর পক্ষের লোকজন এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, মহুরুম আলি স্ট্রোক করে মারা গেছেন।