ভাঙ্গায় এক প্রবাসী বাড়ি থেকে স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ ডাকাতির অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪

মোঃ রিপন শেখ ।।ফরিদপুরের ভাঙ্গা   পৌরসভার ৭ নং ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদি এলাকার প্রবাসী  মাসুদ মুন্সির  বাড়িতে ডাকাতির  অভিযোগ পাওয়া গেছে । সোমবার(৪ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৪টার পর্যন্ত  এ ডাকাতির ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, মাসুদ মুন্সির  ঘরের দুইটা জানালার গ্রিল কেটে ডাকাতরা  ঘরে ঢুকে । তারা প্রবেশ করে একজন ঘরের দরজা খুলে দিলে আরো ৫ /৬ জন ডাকাত দল ঘরে ঢুকে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি দেখিয়ে  ৭ ভরি স্বর্ণ, নগদ ৬লক্ষ টাকা ও দুটি  স্যামসাং গ্যালাক্সি মোবাইল সেট  সহ মালামাল  নিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলে গিয়ে সূত্রে জানা যায়,পৌর সভা চৌধুরী কান্দার সদরদী ৭ নং ওয়ার্ডে গ্রামের মৃত  জামাল উদ্দিন মুন্সির ছেলে সৌদি প্রবাসী মোঃ মাসুদ মুন্সির (৫০)  বাড়িতে  সোমবার  দিবাগত রাত ২ টার দিকে ৫-৬ জনের একদল ডাকাত ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে। সঙ্গে সঙ্গে  আরো ৫/৬জন  ডাকাত ঘরে প্রবেশ করে। সময় তারা মাসুদ মুন্সির স্ত্রী ও সন্তানকে রুমের মধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ভরি স্বর্ণ, ৬ লক্ষ টাকা ও মালামাল  নিয়ে পালিয়ে যায় ।প্রবাসী মাসুদ মুন্সী জানান, আমার  সন্তান আর আমার স্ত্রী ২ জনে মিলে এক রুমের  মধ্যে থাকে।আমি সৌদি আরব থাকি। ডাকাতদলের সদস্যরা আমার জানালার গ্রিল কেটে  রুমে মধ্যে ঢুকে আমার সন্তান ও আমার স্ত্রীর  মুখে টর্চ লাইটের আলো  ফেলে ।এর পর দেশি অস্ত্র দিয়ে আমার সন্তান ও আমার স্ত্রীকে  রুমের মধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে আমার স্ত্রীর হাতের দু’টি রুলি,  স্বর্ণের  কানের দুল ও গলার চেন,   ডাকাত দলে খুলে নেয়।পরে তারা  আমার স্ত্রীর  কাছ থেকে আলমারির চাবি  ছিনিয়ে নিয়ে আলমারিতে রাখা নগদ ৬ লক্ষ  টাকা ও সাত ভরি স্বর্ণ নিয়ে যায় পালিয়ে যায়। ডাকাত দল  চলে যাওয়ার পর আমার স্ত্রী   ঘরের মধ্যে থেকে চিৎকার দিলে    আশ পাশের বাসা থেকে লোকজন   এগিয়ে এসে তাদের উদ্ধার করে। বাড়িতে ডাকাতি হয়েছে এবিষয়ে  ভাঙ্গা থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।