পৌর নির্বাচনকে কেন্দ্র করে অর্ধডজনেরও বেশি বিএনপির প্রাথী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪ মো: শাহজাহান আলী।।জামালপুরের দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনের মৃদু বাতাস বইতে শুরু করেছে।যদিও অফিসিয়ালি এই নির্বাচন কবে লাগাত হবে তার কোন হদিস মিলছেনা। ইতোমধ্যে নির্বাচন কমিশন সংস্কারের কাজ চলছে।এবার আরপিওতে সংযোজন হতে পারে প্রার্থীর নুন্যতম শিক্ষাগত যোগ্যতা।তবে সব কিছু ছাপিয়ে চায়ের দোকানে,পাড়ায়, মহল্লায় কিংবা কোন আড্ডায় জনমুখে উঠে আসছে নির্বাচনের মুখরোচক আলোচনা।ভোটারদের দীর্ঘ দিনের আকাঙ্খা এবার স্বাধীন দেশে স্বাধীন ও বাধাহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আর তাইতো তারা উদগ্রীব হয়ে বসে আছে কখন আসবে তাদের সেই মাহেন্দ্রক্ষণ ইতোমধ্যে মেয়র পদে অংশগ্রহণ করবেন এমন বিএনপির বেশ কয়েকজন নেতার সাথে এই, প্রতিবেদকের কথা বলেন।তাঁরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে তাঁকে জানান।তাঁদের মধ্যে অন্যতম দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক, জনাব আব্দুর রশিদ সাদা যুগ্ম আহবায়ক, জনাব এ কে এম মুসা যুগ্ম আহবায়ক, জনাব জাহাঙ্গীর আলম লাভলু যুগ্ম আহবায়ক, মাসুদ হাসান পলিনএবং বিএনপি নেতা আক্তার নেওয়াজী টফি এছাড়াও জনাব মাসুদুর রহমান খোকন,যুগ্ম আহবায়ক,পৌর বিএনপি এবং দুই বারের সফল কাউন্সিলর এবং পৌর বিএনপির আরেক যুগ্ম আহবায়ক জনাব ফরহাদ হোসেনও নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য জনাব এ কে এম মুসা আওয়ামী ফ্যাসিস্ট আমলে দুই বার এবং জনাব আক্তার নেওয়াজী টফি ও মাসুদুর রহমান খোকন ইতোমধ্যে একবার করে নির্বাচনে অংশ গ্রহন করেছেন এবং আওয়ামী প্রার্থীগণ তাদের ইলেকশন ইন্জিনিয়ারিং-এর মাধ্যমে বিএনপির এই তিনজন জনপ্রিয় প্রার্থীকে হারিয়ে দিয়েছেন।বাকি চারজন প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।তবে প্রার্থী হিসাবে কার ভাগ্যাকাশ খুলবে সেটা অনেকটা নির্ভর করবে জননন্দিত নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এবং দেওয়ানগন্জ উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের সিদ্ধান্তের উপর।তবে প্রার্থী যেই হোক না কেন এবার পৌরবাসী তাঁদের পিতা নির্বাচনে মোটেও ভুল করতে রাজি না।তারা দেখেশুনে একজন ক্লিন ইমেজের মানুষকেই বেছে নিতে চান আসছে নির্বাচনে। SHARES সাক্ষাৎকার বিষয়: