আগামীকাল ৭ই নভেম্বর থেকে বান্দরবানে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪ দীপংকর মল্লিক।। বান্দরবানে দীর্ঘ এক মাস পর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের ভ্রমণে আগামী ৭ই নভেম্বর থেকে বান্দরবান সদরসহ ৪টির উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক এক প্রেস ব্রিফিং এ তিনি একথা জানান। এসময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবানের বর্তমান পরিস্থিতি অনেকটায় ভালো। তাই বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ির সকল পর্যটন স্পটগুলোতে ৭ই নভেম্বর থেকে পর্যটক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তিনি আরো বলেন, এখন থেকে পাহাড় ঘেরা বান্দরবানের অপার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা নিশ্চিন্তে এই ৪ টি উপজেলার পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবেন। পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এদিকে পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। পর্যটকদের ভ্রমণ আরো সাশ্রয়ী করার লক্ষ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থাও নেয়া হয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। উল্লেখ্য, গত ৬ই অক্টোবর বান্দরবান জেলা প্রশাসক এক বিশেষ বিজ্ঞপ্তিতে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সবগুলো পর্যটন স্পট অনিবার্য কারণ দেখিয়ে পর্যটকদে ভ্রমণে বিরত থাকার আহ্বান জানান। SHARES সারা বাংলা বিষয়: