দ্রুত বিচার মামলায় গ্রেফতার ১

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দ্রুত বিচার মামলায় গোলাম রাব্বানী নামে একজনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মোড় থেকে গ্রেফতার করা হয় বলে জানা যায় স্থানীয় ও থানা সূত্রে ।গ্রেফতারকৃত  রাব্বানী কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে ।এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই উক্ত মামলার তদন্ত অফিসার মোঃ শফিউল আলম বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । তাছাড়া রাব্বানীসহ এ পর্যন্ত আমরা এই মামলার তিন আসামিকে  গ্রেফতার করতে সক্ষম হই ।উল্লেখ্য গত ২১ আগস্ট দায়েরকৃত মামলা মারফত জানা যায়, মোবারক হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মোট ১৪৮জনের নামোল্লেখ করতঃ ২০০/৩০০জনকে অজ্ঞাত আসামি এই মামলা দায়ের করেন । মামলা নং – ১১ । মামলা মারফত আরো জানা যায়, কেন্দুয়া থানা গেইট সংলগ্ন তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্ণারে গত ২৮ জুলাই অসিম কুমার উকিল ও অপু উকিলের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা ও লুটপাট চালায় ।