গজারিয়ায় সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

 এস  এম নাসির উদ্দিন।।  মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া মৌজাস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মুখী লেনে হযরত আঃ বাতেন শাহ চিশতী (বউ মাস্তান) মাজার মসজিদের সামনে ঘর নির্মাণ করেছেন চর বাউসিয়া মধ্যমকান্দির মোস্তফা। হযরত আঃ বাতেন (শাহ চিশতী রহঃ) বউ মাস্তান মাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এইচ কেএম রফিকুল ইসলাম খান    জানান  চরবাউশিয়া মৌজাস্থিত ৫২৬/৫ খতিয়ানে আর এস ৩৩২৬,৩৩২৯,৩৩২৭  দাগে সর্বমোট ৬২ শকাংশ সম্পত্তি ওয়াকফাস্টেট এর অধিভুক্ত। উক্ত   জায়গায় হযরত আঃ বাতেন শাহ চিশতী জীবদ্দশায় মসজিদ মাদ্রাসা এতিমখানা মাজার নির্মাণ করার জন্য জায়গাটি ক্রয় করেন। এই জায়গার সামনে সড়ক ও জনপদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ভূমি আইন অনুযায়ী মাজারের সামনে নয়নজুলি ও সওজ এর খালি জায়গা, তারপরে মহাসড়ক এই  খালি জায়গাটি অগ্রাধিকার ভিত্তিতে ক্ষমতা রাখে হযরত আব্দুল বাতেন শাহ চিশতী কর্তৃপক্ষ।   গত নভেম্বরের এক তারিখ থেকে মাজার মসজিদ কমিটির কর্তৃপক্ষের সাথে পরামর্শ না করে জোরপূর্বক বেআইনিভাবে মাদ্রাসার নাম,কোচিং সেন্টারের নাম  করে ঘর অবৈধ পন্থায়  ঘর নির্মাণ করছেন যা সম্পূর্ণ বেআইনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা গাড়ি পার্কিং করে নামাজ আদায় করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাজার মসজিদের সামনে বেআইনিভাবে ঘর নির্মাণ করছে।বিষয়টি সম্পর্কে জানতে চরবাউশিয়া মধ্যমকান্দীর মোস্তফার সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া  যায়নি।গজারিয়া থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।