রাজার পাশেই গোলামের হোটেল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪ হাফিজ মোহাম্মদ হক ।। রাজা-বাদশাহের আমলে রাজার পাশাপাশি কখনো গোলাম থাকতে পারেনি। রাজা থাকতেন বিশাল রাজপ্রাসাদের উচ্চ সিংহাসনে আর গোলামের বসবাস ছিল মাটির কুঁড়েঘর মাদুরে। যুগের পর যুগ ধরে রাজা ও গোলাম শব্দ দুটি বিপরীতার্থক হিসেবে ব্যবহার হয়ে আসছে। আধুনিককালে রাজা আর গোলাম শব্দ দুটির কার্যত ব্যবহার না থাকলেও সমমানের পদপদবি রয়েছে। জীবন ব্যবস্থায় রয়েছে সেই আকাশ-পাতাল ফারাকও।রাজনীতিতে ফারাক থাকলেও গ্রামেগঞ্জে অসংখ্য রাজা-গোলামের বন্ধুত্ব রয়েছে। রাজা নামে যেমন দরিদ্র চাকর রয়েছে আবার গোলাম নামে রয়েছে ধনাঢ্য ব্যক্তিও।ঠিক তেমনই রাজা ও গোলামের পাশাপাশি হোটেল দেখা গেছে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীরে। যমুনার নৌকাঘাটে অসম্ভব জনপ্রিয় দুটি হোটেল মালিকের নাম মো. রাজা সাহেব ও মো. গোলাম সরকার। হোটেলের নামও দেওয়া হয়েছে রাজার হোটেল ও গোলামের হোটেল।জানা যায়, এনায়েতপুর নৌকাঘাটে দুই যুগের বেশি সময় ধরে চলছে গোলামের হোটেলটি। এ হোটেলে সুস্বাদু যমুনার মাছ অনেক জনপ্রিয়। নদী পারাপার হওয়া মানুষ ছাড়াও দূর-দূরান্ত থেকে শত শত মানুষ প্রতিদিন এ হোটেলটিতে দুপুরের খাবার খেতে আসে। এর পাশেই ১৫ বছর ধরে হোটেল দিয়েছেন রাজা মিয়া। একইভাবে তিনিও যমুনা নদীর সুস্বাদু মাছ দিয়ে খাবার পরিবেশন করেন। SHARES সারা বাংলা বিষয়: