কেন্দুয়ায় নদী কৃষি ও পৌর শহরের সৌন্দর্য বর্ধন বিষয়ক মতবিনিময় সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নদী, খাল, বিল ও কৃষির উৎপাদন বৃদ্ধি এবং কেন্দুয়া পৌর শহরের সৌন্দর্য বর্ধন বিষয়ক এক দীর্ঘ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।রবিবার (১০ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা অবধি উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য,   কবি, নাট্যকার, অভিনেতা ও উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি রাখাল বিশ্বাস, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূঁইয়া, মানবাধিকার কর্মী শাহ্ আলী তৌফিক রিপন, হলি খান চর্চা সাহিত্য আড্ডার সমনক, সাংবাদিক জিয়াউর রহমান জীবন প্রমুখ ।কেন্দুয়া উপজেলার বিভিন্ন নদী, খাল, বিল ও কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কেন্দুয়া পৌর শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে তথা কেন্দুয়াকে যুগোপযোগী বা স্মার্ট করে গড়ে তোলার জন্যে উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে আশ্বস্ত করেন এবং প্রাথমিকভাবে তিনটি কাজ খুব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্তের কথা তুলে ধরেন –১. পৌর শহরের মূল রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২. রাজ রাজেশ্বরী খালের কলেজ রোড ব্রিজ থেকে (কিছু অংশে) ভূমি অফিস পর্যন্ত সৌন্দর্য বর্ধক ব্যবস্থা নেয়া, ৩. আপাতত অস্থায়ী একটি ডাম্পিং স্টেশন নির্মাণ (কেন্দুয়ার পৌর শহরের ময়লা আবর্জনা রাখার জন্যে) ।এ সময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মামুনুর রশীদ মামুন, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ মুজিবুর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা হাবুলসহ বিভিন্ন অনলাইন-অফলাইন গ্রুপ ও পেইজের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সুধীজন ।