কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে তৌহিদুল হত্যা মামলার প্রধান আসামী ইদ্রিস গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

মো: আসাদুল ইসলাম ।।গত ১০ নভেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বহলবাড়ীয়া ইউনিয়ন ০৫ নং ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামে পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে সকাল ০৭:৩০ ঘটিকার সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ করে মারামারি সংঘটিত হয়। উক্ত মারামারি চলাকালীন সময়ে আগ্নেয়াস্ত্রের গুলিতে তৌহিদুল সরদার(৪০), পিতা-মৃত মোজাহার আলী, সাং-নওদা খাদিমপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া ঘটনাস্থলে মৃত্যু হয়। উক্ত হত্যাকাÐের প্রেক্ষিতে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়, যার মামলা নং-৭, তারিখঃ ১১ নভেম্বর ২০২৪,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার প্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা শুরু করে। সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর ২০২৪ তারিখ ১৭:৩০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন হিড়িমদিয়া গ্রাম” হতে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ ইদ্রিস সরদার (৫৫), পিতা-মৃত আব্দুল কাদের সরদার, সাং-নওদা খাদিমপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।