সোনামসজিদ সীমান্ত এলাকায় বাংলাদেশী ট্রাকে ০১ একজন আসামি আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪ শহিদুল ইসলাম পল্লব ।। সোনামসজিদ সীমান্ত এলাকায় বাংলাদেশী ট্রাকে ০১ একজন আসামিসহ ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ড অলংকারাদি আটক। মহানন্দা ব্যাটালিয়ান (৫৯বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন। নিজস্ব গোয়েন্দা সূত্রে জানায় যে ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশি ট্রাকের মধ্যে চোরাকারবারী কতৃক, ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর নেতৃত্বে একটি চৌকস টহল দল। সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পানামা পোর্ট লিঙ্ক লিমিটেড এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত পরিচালনার সময় আনুমানিক ০২:২০ ঘটিকায় বাংলাদেশি একটি ট্রাক পানামা পোর্ট হতে সোনামসজিদ গমনের সময় বিজিবি টহল দল ট্রাকটিতে তল্লাশি করে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি পাওয়া যায় ঘটনাস্থল থেকে ট্রাকের চালক মোঃ আব্দুস শুকুর (৪০) পিতা মোঃ আব্দুল খালেক গ্রাম বালিয়াদিঘী পোস্ট সোনামসজিদ থানা শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জকে ট্রাকসহ আটক করা হয়। এ ব্যাপারে মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯বিজিপি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজেপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি আর বলেন মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশন কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: