চাটখিলে ইয়াবা কারবারি ফারুকের ব্যবসা জমজমাট

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪
মোঃ হানিফ।।  চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের পশ্চিম বদলকোট গ্রামের মো. ফারুক হোসেনের ইয়াবা ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সে এবং তার সহযোগিরা পশ্চিম বদলকোট, দক্ষিণ বদলকোট, ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি পর্যন্ত গড়ে তুলেছে ইয়াবা সেবীদের সম্রাজ্য । এতে করে দিনের পর দিন স্থানীয় যুব সমাজ ইয়াবায় আসক্ত হয়ে একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। স্থানীয় এলাকাবাসী তাদের ভয়ে সর্বদা সন্ত্রস্ত থাকে।স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বদলকোট কাজীমুদ্দীন বেপারী বাড়ির মৃত সেকান্দর মিয়ার ছেলে ফারুক হোসেন (৪৫) একজন সিএনজি চালক। সিএনজি করে আম সহ বিভিন্ন সময় ফলের ব্যবসা করতো। এখন সে এসব ব্যবসা ছেড়ে দিয়ে ইয়াবা কারবার শুরু করে আসছে। প্রায় দেড় বছর পূর্বে ফারুক ইয়াবা সহ গ্রেফতার হয়। কিছুদিন হাজত খাটার পর জামিনে এসে আবার শুরু করে রমরমা ইয়াবা কারবার। খোঁজ নিয়ে জানা যায় দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত পশ্চিম বদলকোট হতে নোয়াপাড়া ফরিদ আহম্মেদ ভুঁইয়া একাডেমি এলাকা এবং দক্ষিণ দিকে কুনার স -মিল পর্যন্ত এলাকায় সে এবং তার সহযোগিরা মাদক সেবন ও বিক্রি করে থাকে।সে এবং তার বাহিনীর ভয়ে স্থানীয় লোকজন মুখ খুলছেন না এবং পুলিশ কে জানাতেও ভয় পায়। কারণ পুলিশ কে জানালে, এই সংঘবদ্ধ মাদক কারবারী দল যে কোনভাবে তথ্যদাতার পরিচয় পেয়ে যায়। পরবর্তীতে তথ্যদাতা কে প্রাননাশ করতে পারে বলে স্থানীয়রা আশঙ্খা প্রকাশ করে।এছাড়াও চাটখিল পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চাটখিল থানার ওসি মুহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বিষয়টি অবগত হয়ে বলেন মাদকের ব্যাপারে কোন ছাড় নেই । আমরা যেখানেই মাদকের তথ্য পাই সেখানেই অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছি।