ওসমানীনগরে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪ শরীফ আহমদ চৌধুরী ।।রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে সিলেটের ওসমানীনগরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ওসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন এর ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ ফয়ছল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য এস.এম মাসুদ আহমদ।ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুজনের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি ও সুজনের সাধারণ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, সুজনের সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সহ-সাংগঠনিক রনিক পাল, সাংবাদিক জুয়েল আহমদ, সমাজসেবী, জুবায়ের আহমদ লেবু, সুলেমান খাঁন, হেলাল আহমদ, জুসেল মল্লিক, মো: বাপ্পি, মাহিন আহমদ প্রমুখ।সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সৎ যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে সুজন। নতুন ধরনের কিছু কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক বিভিন্নমুখী কর্মকার্যক্রম পরিচালনার পাশাপাশি সুজন-এর পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে আইনি লড়াই পরিচালনা করা হয়। তাই সুশাসন প্রতিষ্ঠায় ও নাগরিকের অধিকার বাস্থবায়নে সুজনের কার্যক্রমে সবাইকে সহায়তার আহবান জানান বক্তারা। SHARES সারা বাংলা বিষয়: