নিজ উদ্যোগে খেলার উপযোগী করা হচ্ছে মাঠ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ মো আসাদুল ইসলাম।।কুষ্টিয়া মিরপুর উপজেলার নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, কে একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ হিসেবে নির্মাণ করা হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় ফুটবল ও ক্রিকেট খেলার জন্য, উপজেলার নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ টি সংস্থার করার উদ্যোগ নিয়েছেন ক্রিয়া প্রেমিক কয়েকজন যুবক। এ সময় উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন বিএনপির সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বিশিষ্ট ব্যাবসায়িক মো খন্দকার শাহীন বিশিষ্ট ব্যাবসায়িক মো মুন আহমেদ, ফুটবলার মো রিপন আলী, নিমতলা সুর্যসেনা ক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়িক মো মমিনুর রহমান শেখ প্রমূখ। আমলা ইউনিয়ন সেচ্ছাসেব দলের সদস্য সচিব মো শাহিন খন্দকার বলেন, বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার না করার জন্য দীর্ঘদিন থেকে খেলার মাঠটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বিদ্যালয়ের পক্ষ থেকে মাঠে মাটি ও বালি দিয়ে ভরাট করা হয়। কিন্তু খেলার জন্য উপযোগী ছিল না। ক্রিয়া প্রেমীদের সাথে নিয়ে সম্প্রতি মাঠ সংস্কার ও খেলার উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়।স্থানীয় ক্রীড়া প্রেমীরা জানান, সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খেলাধুলার উপকারিতা অসীম। তাই প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে ক্রীড়া চর্চা। একেক দেশে একেকটি খেলার জনপ্রিয়তা রয়েছে। যার মধ্যে কিছু খেলার জনপ্রিয়তা রয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে ফুটবল ও ক্রিকেট। বর্তমানে নিমতলা চৌদুয়ারের খেলার মাঠটি সংস্কার করে খেলার সুযোগ সৃস্টি করা হচ্ছে। আমাদের এলাকার ক্রিয়া প্রেমীরা এতে করে নিয়মিত শারীরিক চর্চা’র মাধ্যমে যুব সমাজ কে মাদকের প্রভাব মুক্ত রেখে মানসিক বিকাশে সহায়ক হবে বলে জানান, স্থানীয় ক্রীড়া প্রেমীরা। নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রহমান আলী এ-ই উদ্যোগ কে সাধুবাদ জানান।এ সময় মো মমিনুর রহমান শেখ বলেন, মাদকের প্রভাব থেকে তরুণ ও যুব সমাজকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে এই ফুটবল ও ক্রিকেট খেলা। অন্যান্য খেলার মত নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলা সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়ক হবে। তিনি বলেন, দীর্ঘদিন থেকে মাঠটি সংস্কার হলেও খেলার উপযোগী ছিল না। ক্রিয়া প্রেমী সকলের প্রতি কৃতজ্ঞতা, সুন্দর একটি খেলা, চর্চা’র সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ জানাচ্ছি, এলাকার সাহায্য করা প্রতিটি মানুষের জন্য।ফুটবলার মো রিপন আলী বলেন , এলাকার ক্রিয়া প্রেমিক সবার উদ্যোগে স্কুল মাঠটি সংস্কার করা হচ্ছে । তিনি বলেন, জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে সংস্কার করা মাঠটি খেলার উপযোগী করা হচ্ছে । কিছু দিনের মধ্যে পুরো মাঠটি ঠিক হয়ে যাবে। SHARES সারা বাংলা বিষয়: