কালীগঞ্জে কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪ মোঃ সোহাগ আলী।।সচেতন চাষী, সমৃদ্ধি কৃষি” শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার দিদরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার ইমদাদুল হক, কালীগঞ্জ থানার তদন্ত অফিসার মানিক চন্দ্র গাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশিত মেহেনসহ সাংবাদিক ও বিভিন্ন এলাকার থেকে আসা কৃষক। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া। SHARES সারা বাংলা বিষয়: