কলাপাড়ায় বানাতি বাজার এলাকা থেকে বিষধর দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

ফোরকানুল ইসলাম ।। কলাপাড়ায় এক সাপুড়ের কাছ থেকে ২টি পদ্ম গোখরা সাপের বাচ্চা  উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ  কলাপাড়া শাখার সদস্যরা।সোমবার ১৮ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে  বানাতী বাজার এলাকা থেকে সাপ দুটিকে উদ্ধার করা হয়।সংগঠনের কলাপাড়া টিমের উদ্ধারকর্মী ইউসুফ রনি বলেন, বানাতী বাজারে একদল সাপুড়ে স্থানীয় মানুষের মাঝে কুসংস্কার ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করেন এবং তাবিজ কবজ বিক্রি করেন বলে আমাদের কাছে ফোন আসলে তাৎক্ষণিক এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সংগঠনের কলাপাড়ার মোঃ সাওন তালুকদার, আদনান রাকিবসহ কয়েকজনকে নিয়ে উপস্থিত হয়ে সাপ দুটিকে উদ্ধার করা হয়। সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন সংগঠনটির সদস্যরা। পরে ওই সাপুড়িয়া আর সাপ ধরবেনা মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার সদস্য বায়েজিদ মুন্সী বলেন, এই সাপের ফণার পিছনে গোল দাগ থাকে যা দেখতে একচোখা চশমার মত লাগে তাই এর ইংরেজি নাম মনোকল্ড কোবরা। সকল গোখরা প্রজাতির সাপ উত্তেজিত হলে ফণা মেলে ধরে। পদ্ম গোখরা তীব্র বিষধর সাপ।তিনি আরও বলেন, আগের তুলনায় আমাদের কলাপাড়ায় সাপুড়েদের সাপ নিয়ে কুসংস্কার ছড়ানো অনেক কমে গেছে এবং মানুষ অনেক সচেতন হয়েছে তারা এখন সাপসহ কোন বন্যপ্রাণী আটক অবস্থায় দেখলে বা কোনো সাপুড়ে খেলা দেখাতে আসলে আমাদেরকে জানায়। আমরা সেগুলো উদ্ধার করি এবং প্রয়োজনের ট্রিটমেন্ট দিয়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। সাপ দুটো আমাদের কাছে রয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে অমুক্ত করা হবে।