আত্রাইয়ে পারিবারিক কলহের জেরে এলোপাথাড়ি কিল ঘুষিতে গুরুতর যখম এক নারী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪ মোঃ আবু সাঈদ ।।নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে চকবিষ্টপুর গ্রামে ভাসুরের বউ এর কামড় ও এলোপাথাড়ি কিল ঘুষিতে আহত হন মোছাঃ আক্তার জাহান (২৮) নামে এক নারী।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী মালোয়েশিয়া প্রবাসী মোঃ হুমায়ুন কবির সেতু। সেতুর মেজ ভাই আবু সায়েম তিনিও একজন প্রবাসী। আবু সায়েম দেশে থাকা অবস্থায় সেতু বিদেশ থেকে সায়েমের কাছে টাকা পয়সা পাঠাতো বলে জানা যায়।এরই জের ধরে বিভিন্ন সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকত দুই বউয়ের মধ্যে ।দুই ভাই বিদেশ যাওয়ার পরে দুই জনের স্ত্রী পাশাপাশি দুটি রুমে বসবাস করে।কিন্তু ১৫ই নভেম্বর শুক্রবার ১১ ঘটিকার সময় আহত ভুক্তভোগী আক্তার জাহান তার স্বামীর সঙ্গে কথাবার্তা বলার এক পর্যায়ে জা মোছাঃ মৌসুমি আক্তার দুলালী (৩০) আক্তার জাহানের উপর বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।এসময় এক হাত দিয়ে বটির আক্রমণ ঠেকাতে গেলে।চুল ধরে এলোপাথাড়ি কিল ঘুষি ও আক্তার জাহানের চোখে কামড় মারে।এসময় বাড়িতে থাকা প্রতিবেশি ও শাশুড়ি এগিয়ে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত মৌসুমি আক্তার দুলালী।এসময় আক্রমণের এক পর্যায়ে আক্তার জাহান মাটিতে লুটিয়ে পড়লে গলায় থাকা স্বর্নের চেইন ০৯ আনা ছিনিয়ে নেয় অভিযুক্ত দুলালী।এসময় প্রতিবেশীর সহযোগিতায় আহত অবস্থায় আক্তার জাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় ।এসময় ভুক্তভোগী বাদী হয়ে সুষ্ঠু বিচারের দাবিতে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এসময় ভুক্তভোগীর স্বামী প্রবাসী মোঃ হুমায়ুন কবির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে আমার স্ত্রী বাসায় থাকেন আমি খুবই আতঙ্কে থাকি ।আমার মেজো ভাই ও তার স্ত্রী আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে।আমি আমার স্ত্রীর উপর অমানবিক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই SHARES সারা বাংলা বিষয়: