গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান ও জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ নাসির উদ্দিন।। মুন্সীগঞ্জের গজারিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা এবং জরিমানা করেন। ২০ নভেম্বর বুধবার দুপুর ১২.৩০ টায় অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলার সহকারি পরিচালক আসিফ আল আজাদ, এ সময় উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)গজারিয়া উপজেলা সভাপতি ও মানবাধিকার কর্মী এস এম নাসির উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া ছাত্র সম্বন্নয়করা । ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করার খাবার রাখা, রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, নন ফুড গ্রেড কালার ইত্যাদি অপরাধে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি স্টার কাবাব রেস্টুরেন্টকে ১৫,০০০/টাকা, বিসমিল্লাহ হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৫০০০/টাকা জরিমানা করা হয়। খাজা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট , মিয়ামী ডাইনার কে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ বিভিন্ন ধারা পালন পূর্বক যথাযথ নিয়ম মেনে, স্বাস্থ্য সুরক্ষায় হোটেল রেস্টুরেন্ট পরিচালনা করার জন্য পরামর্শ দেওয়া হয়। SHARES সারা বাংলা বিষয়: