নওগাঁয় চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়ীতদের বিচার দাবিতে সড়ক অবরোধ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ সাইফুল ইসলাম।।নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর কম্পিউটার ব্যবসায়ী যুবক সুমন হোসাইন (২৩) কে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ সহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের চৌ-রাস্তামোড়ে এসব কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা। সড়ক অবরোধ করায় ২ ঘণ্টাব্যাপী সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। এক পর্যায়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন ও থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান পৌছে আন্দোলন কারীদের আসস্ত করেন যে, দ্রুত সুমন হোসাইন হত্যার সাথে জড়িতদের আটক পূর্বক আইনের আওতায় নেওয়া হবে। ইতি মধ্যেই প্রশাসন কাজ করছে এমন আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করা হয়। সুমন হোসাইন হত্যার মূল বুলবুলসহ অজ্ঞাত সকল জড়িত আসামীকে সনাক্ত করা সহ আইনের আওতায় এনে বিচার দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সুমন হোসাইন এর বোন মৌসুমি আক্তার, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মারুফ মোস্তফা ও মেহের রাব্বি, জামায়াত নেতা আখতার ফারুক প্রমুখ। এসময় বক্তারা বলেন, দ্রুত সকল জড়ীত আসামীদের আটক করতে হবে। আটক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ছাত্র-জনতা বলেও ঘোষণা দেন এসময় বক্তারা। এক পর্যায়ে পরবর্তীতে আরো তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচিতে অংশ নিতে অঙ্গিকার ব্যক্ত করেন ছাত্র-জনতা।অপরদিকে, সুমন হোসাইন হত্যার বিচার দাবিতে নজিপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক এজেড মিজান এর ডাকে পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১টা হতে বিকেল ৩টা পর্যন্ত জরুরি ছাড়া সকল দোকানপাট বন্ধ ছিলো। পরে বেলা ২টারদিকে নজিপুর বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ মানববন্ধন ও ৩টায় উপজেলা প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত রবিবার ১৭ নভেম্বর সুমন হোসাইন পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার থেকে ঋণ পরিশোধ করার জন্য ১০ লাখ টাকা নিয়ে একটি সিএনজি যোগে ফেরার পথে পত্নীতলা উপজেলায় নাদৌড় মোড় এলাকায় পৌছালে দূর্বত্তের হামলার শিকার হোন। এক পর্যায়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিলে সে অন্ধকারে গিয়ে জীবন বাঁচানোর জন্য ফেসবুক লাইভে আকুতি-মিনতি করেন। এরি মাঝে ঘটনাস্থলে লোকজন এগিয়ে গেলেও তার পূর্বেই সুমন হোসাইনের কাছ থেকে মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে সুমন হোসাইন কে গাছে ঝুঁলিয়ে রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হত্যাকান্ডের শিকার সুমন হোসাইন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বিলছাড়া গ্রামের মৃত ময়েন ও শাহিদা বেগম এর ছেলে। সে নজিপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার নামক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও নিরাপদ সড়ক চাই (নিসচা’র) পত্নীতলা উপজেলা শাখার উন্যতম সদস্য এবং নজিপুর সরকারী কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এঘটনায় সুমন হোসাইন এর বোন মৌসুমি আক্তার বাদী হয়ে ১৮ নভেম্বর রাতে গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে বুলবুল ইসলাম (৩৫) সহ অজ্ঞাত আরো ৯-১০ জনকে আসামী করে পত্নীতলা থানায় মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান। SHARES সারা বাংলা বিষয়: