ব্রাহ্মণবাড়িয়া যোগ্যতা ও মেধাভিত্তিতে কনস্টেবল পদে চাকরি পেলেন ৮৩ জন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

মুনতাসির রেজা ।। ব্রাহ্মণবাড়িয়া কনস্টেবল পদে ১৪৭১ জন আবেদন করে. সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ৮৩ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ জাবিদুর রহমান !তিনি বৃহস্পতিবার বিকেল তিনটা ত্রিশ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ কথা জানান ! প্রেস ব্রিফিংএ মোহাম্মদ জাবেদুর রহমান বলেন ৮৩ জনের মধ্যে ৭৯ জনের চাকরি হয়েছে মেধা ভিত্তিতে ও ৪ জনের চাকরি হয়েছে কোটা ভিত্তিতে! কোটাভিত্তিতে চাকরি পাওয়া চারজন হলে মুক্তিযুদ্ধের সন্তান,  এ সময় পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান বলেন আপনাদের মাধ্যমে জনগণকে এই মেসেজ দিতে চাই কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতা ভিত্তিতে নিয়োগ হয়েছে, নিয়োগ পরীক্ষার জন্য কাউকে কোন টাকা দিতে হয় নাই, এমন কোন অভিযোগ নেই তবুও এমন কোন অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে!  এ সময় সাংবাদিকদের প্রশ্নে রাজনৈতিক মামলা হয়রানির বিষয়ে তিনি বলেন জেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আমি অবগত আছি কেউ যদি মনে করেন তাদের অযথা হয়রানি করা হচ্ছে ও অযথা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বা অর্থ আত্মসাৎ পায়তারা করছে তাহলে তথ্য প্রমাণ সহ পুলিশের কাছে দ্বারস্থ হওয়ার অনুরোধ করা হচ্ছে, প্রয়োজনে ব্যক্তি আমার কাছে আসতে পারেন এবং পুলিশ অযথা কাউকে হয়রানি করবে না!  তিনি আরো বলেন ইতিমধ্যে ৫ থেকে ৬ টা আবেদন পেয়েছি এবং সে ব্যাপারে যথাযথ সমাধানও দিয়েছি কারো বিষয়ে কোনো অভিযোগ থাকলে বা সমাজবিরোধীদের সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেন! প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জয়নাল আবেদিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তারাপ্রেস ব্রিফিং আরো অন্যান্য বিষয়ে প্রশ্ন করেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজয় সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা এছাড়ো আরো অনেক অনলাইন ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকগণ উক্ত প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন!