শ্যামনগর বিলাসবহুল লঞ্চে সুন্দরবন ভ্রমণ এর শুভ উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪ আরিফুজ্জামান আরিফ।।সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন “- এ স্লোগানকে সামনে রেখে ইকো টুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন (ই-টোয়াস) এর ব্যবস্থাপনায় প্রথম সুন্দরবন ভ্রমনে বিলাসবহুল লঞ্চ যোগে সুন্দরবন ভ্রমণ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ট্যুরের শুভ উদ্বোধন করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর সাতক্ষীরা রেঞ্জ এর সহকারী বন সংরক্ষক এর পক্ষে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ এ্যাসিস্ট্যান্ট হাবিবুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল,শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কাওছার তুহিন, ই- টোয়াস সভাপতি নাজমুস সাদাত পলাশ, এক্সিকিউটিভ মেম্বার, গ্ৰেটার সুন্দরবন ইকো ট্যুরিজম সোসাইটি(জি সেটস), রেইনবো শিপ এর ওনার ও টোয়াস এর পক্ষে আব্দুল কুদ্দুস ও শাহরিয়ার তাকিম,মুন্সীগঞ্জ সুন্দরবন ট্যুরিস্ট ট্রলার মালিক সমিতির সভাপতি কে এম আনিছুর রহমান,সুন্দরবন ট্যুর এজেন্সির সত্তাধিকারী মুরশিদ আলম, ট্যুরিস্ট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও ট্যুর অপারেটর গন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ হয়ে বিলাশবহুল লঞ্চে সুন্দরবন ভ্রমন এর নব দিগন্তের শুভ সুচনা হয়েছে। সাতক্ষীরার মুন্সীগঞ্জ থেকে এই প্রথম সুন্দরবন ভ্রমনে যুক্ত হয়েছে বিলাসবহুল লঞ্চ। অনুষ্ঠানে বক্তারা এই পশ্চিম বনবিভাগের ট্যুরিজম শিল্পের উত্তরোত্তর সাফল্য ও ধারাবাহিকতা বজায় রাখতে নানা দিকনির্দেশনা ও সফলতা কামনা করেন। SHARES সারা বাংলা বিষয়: