কেন্দুয়ায় মসজিদ সম্পত্তির পুকুর বেআইনিভাবে দখলের অপচেষ্টা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলা সদরের কেন্দুয়া পৌরসভার মল্লিক ভিলা এলাকার গুলবাগ জামে মসজিদের সম্পত্তির সুরক্ষা কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যার আগে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে মসজিদের পাশের পুকুরটি স্থানীয় ভূমিদস্যুদের যোগসাজশে বেআইনিভাবে দখলের অপচেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।সম্মেলনে গুলবাগ জামে মসজিদের সম্পত্তির সুরক্ষা কমিটির কার্যকরী সদস্য মশিফুর রহমান তাঁর লিখিত বক্তব্য পাঠ করে শুনান উপস্থিত সাংবাদিকদের । বক্তব্যে উল্লেখ করা হয়, ১৯৭০ সালে ৯ শতাংশ ভূমিতে গুলবাগ নামাজখানা প্রতিষ্ঠিত হয় । ১৯৭৮ সালে তা পূর্ণাঙ্গ গুলবাগ জামে মসজিদ নামে ওয়াকফে লিল্লাহ পত্র দলিল সম্পাদন করে রেজিষ্ট্রি করা হয় । পরবর্তীতে ২০০৫ সালে দান সূত্রে আরো ৪ শতাংশ জমি মসজিদের নামে যোগ হয়ে সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ১৩ শতাংশ । তারও পরে ১৮ শতাংশ এজমালি মসজিদ সংলগ্ন পুকুর ওয়াকফনামা দলিল মূলে গুলবাগ জামে মসজিদের অন্তর্ভুক্ত হয় । বিষয়টি এলাকার মুসুল্লিগণও অবগত আছেন । তিনি আরো বলেন, কিন্তু মরহুম বাহাউদ্দীন মল্লিক ও মরহুমা আকিকুননেছা মল্লিকের মৃত দুই পুত্র এম এ বাকী মল্লিক ও ডা. আব্দুল্লাহ হারুনের উত্তরাধিকারীগণ স্থানীয় কয়েকজন অসাধু ভূমিদস্যু/ ভূমি সন্ত্রাসীর সহায়তায় অসৎ উদ্দেশ্য ও হীনস্বার্থে ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে ঘরোয়া আপোষ বন্টননামা ১৮ শতাংশ ভূমি তাদের নামে খারিজ করে নেন । যা সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনি কর্মকাণ্ড । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।এ সময় উপস্থিত ছিলেন, গুলবাগ জামে মসজিদের সম্পত্তির সুরক্ষা কমিটির সহ মোতায়াল্লী বা সহ সভাপতি   শাজ্জাদুল হক আহম্মদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভূঞা, সহ সাধারণ সম্পাদক এটিএম মুকছুদুল হাকিম, অর্থ সম্পাদক মোঃ এমদাদুল হক (দুলাল), এলাকার সম্মানিত মুসুল্লিগণ ও সাংবাদিকবৃন্দ ।