কেন্দুয়ার বাসিন্দা ঢাকায় কিডন্যাপ অতঃপর মুক্তি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

কোহিনূর আলম।।বাংলাদেশ হেলথ ওয়াচ এর সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস । কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক , দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি, নাট্যকার, অভিনেতা ও উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতিও তিনি । পোড়খাওয়া জীবনে বিভিন্ন গুনে গুণান্বিত জীবন, জীবিকা ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সদা আশাবাদী একজন মানুষ ।মোঃ রুকন উদ্দিন বাংলাদেশ হেলথ ওয়াচ এর সদস্য । দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি, ভীষণ পরিশ্রমী ও সত্য উদঘাটনে ছুটে চলা মানুষদের একজন ।দু’জনেই নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া  পৌরসভার বাসিন্দা ।গত বুধবার (২১ নভেম্বর) বিকালে হাজী ক্যাম্পের বিপরীতে ব্রাক লার্নিং সেন্টারে বাংলাদেশ হেলথ ওয়াচ এর স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শেষে ঢাকা এয়ারপোর্ট থেকে মাইক্রোবাসে রওনা দেন ময়মনসিংহের উদ্দেশ্যে । কিন্তু জয়দেবপুরের ভবানীপুরের কাছাকাছি নিরিবিলি জায়গায় এসেই মাইক্রোবাসে ড্রাইভারসহ আগে থেকেই থাকা মোট চার (৪) জন স্কচ টেপ দিয়ে তাদের চোখ, মুখ ও হাত-পা বেঁধে ফেলে এবং তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, হাত ঘড়ি, স্বর্ণ ও রূপার আংটি ছিনিয়ে নেয় । এরপর শুরু হয় মুক্তিপণের জন্যে বিভিন্ন কৌশল, শারীরিক ও মানসিক নির্যাতনের স্টিম রোলার ।অবশেষে ৩/৪ ঘন্টা পর নগদ ও বিকাশের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে ১ লাখ ৭৩ হাজার টাকাসহ মোট সাড়ে তিন লাখ (প্রায়) টাকার বিনিময়ে মুক্তি দেয়া হয় । মুক্তি পেয়ে সেনা ক্যাম্পে যোগাযোগ করলে তাদের একটি বাসে তুলে দেয়া হয় । পরে ময়মনসিংহ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভোর রাতে কেন্দুয়ায় এসে পৌঁছাতে সক্ষম হোন এ বিষয়ে ভুক্তভোগী রাখাল বিশ্বাস বলেন, কোন মতে জীবন নিয়ে আমরা ফিরে আসতে পেরেছি । সাংবাদিক পরিচয় পেলে হয়তো জানেই মেরে ফেলতো ওরা ।আগে থেকেই জানতে পেয়ে ভুক্তভোগীদের বাড়িতে ছুটে যান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল খান, সিনিয়র সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য ও সাংবাদিক মামুনুর রশীদ মামুন, উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহয়তাকারী সংস্থার সভাপতি শাহ আলী তৌফিক রিপন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকনসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।