বগুড়ার শিবগঞ্জে “আমাদের প্রয়াস নিরন্তর (আপন)” সামাজিক সংগঠনের পথচলার যাত্রা শুরু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
মিজানুর রহমান।।বগুড়ার শিবগঞ্জে নতুন সামাজিক সংগঠন “আমাদের প্রয়াস নিরন্তর (আপন)  সংগঠনটির উদ্দেশ্য হবে সমাজে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করা, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা, এবং স্থানীয় জনগণের কল্যাণে কাজ করা। সংগঠনটি বিভিন্ন সমাজসেবা কার্যক্রম ও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা এবং মানবিক উদ্যোগে অংশগ্রহণ করবে। এতে শিবগঞ্জের স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় প্রকাশ করা হয়েছে।বগুড়ার শিবগঞ্জে “আমাদের প্রয়াস নিরন্তর (আপন)” সামাজিক সংগঠনের পথচলার যাত্রা শুরু হলো। এই সংগঠনটি শিবগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন, এবং ভবিষ্যতে এর কার্যক্রমকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
শনিবার (২৩শে নভেম্বর) বিকেল ৩ টায় সময় শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) সংগঠনের নিজস্ব কার্যালয়ে নাম ফলক উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনিমুজ্জামান।সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মোকামতালা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, মোকামতলা মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কামরুল হাসান, উপজেলা পল্লী প্রাণী চিকিৎসা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ এবং মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান।এছাড়া আরও উপস্থিত ছিলেন,এশিয়ান টিভির শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আতোয়ার রহমান, সাংবাদিক দুলাল, মোকামতলা মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ মিনহাজ আলী, কোষাধ্যক্ষ ওয়াসিম, নির্বাহী সদস্য সাবিত হাসান, অনলাইন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিম, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাংবাদিক রাসেল, নাহিদ, শিক্ষক আবু হান্নান, আব্দুল গফুর, ওমর ফারুক, সামছুর রহমান, আনারুল ইসলাম, মুহাম্মদ আলী, শরিফুল ইসলাম, রেশমা খাতুন, মশিউর রহমান সহ বিভিন্ন সমাজের সম্মানিত ব্যক্তি।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রশিদুর রহমান রানাকে প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রভাষক আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।