খুলনায় যুব ও ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও গণ জমায়েত অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

 অরবিন্দ কুমার মণ্ডল।। খুলনায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে।২৩ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এ্যাটর্নি  জেনারেলের বক্তব্য সংবিধান হতে ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া, কিশোরগঞ্জের হৃদয় হত্যার বিচার,  চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলায় বিচার, নেত্রকোনার মোহনগঞ্জে হিন্দু বাড়ি দখল, মাদারীপুর ডাসা উপজেলার শশিকর কলেজের অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করানো সহ সকল অন্যায় অত্যাচারের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণজমাতে ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অলক দে এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু ও খুলনা মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক পাপ্পু সরকারের যৌথ সঞ্চালনায় উক্ত জমায়েতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা মহানগর শাখার সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ড, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কুমার মিত্র, বাংলাদেশ উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা, বিশ্বজিৎ দে মিঠু, সময় কুণ্ড, দেবাশীষ রায়,  স্বপন রায়, অনিন্দ্য সাহা, প্রবীর রায়, বিপ্লব দাস, পলাশ মন্ডল, মৃণাল বিশ্বাস, অমিত বিশ্বাস, রঞ্জন সাহা, ইন্দ্রজিৎ চক্রবর্তী, বাবু সাহা, ননীগোপাল, গোপাল ঘোষ, উজ্জ্বল ব্যানার্জি, বিষ্ণু ঘোষ, মানিক শীল, কৃষানু মিস্ত্রী, বাবু শীল, গৌতম দাস, দীপ মিস্ত্রী, সুরেশ মন্ডল, দ্বীপ পান্ডে, অনুপ মজুমদার, প্লাবন রায়, নিপা লস্কর, জ্যোতি প্রকাশ রায়, বিশ্বজিৎ সাহা, অর্জুন সরকার, জ্যোতি প্রকাশ পাইক, উজ্জ্বল রায়, সুজন রায়, মিঠু ঘোষ, জয় বিশ্বাস, অনন্ত রায়, কাজল সাহা চন্দন দে, অনামিকা সাহা, অনিক বিশ্বাস, সাগর মজুমদার, লিটু দে, রঞ্জিত ঘোষ, সৈকত বর্মন, অসিত সাহা, গৌরব দাস, অর্ঘ্য মন্ডল, রাতুল দে, শুভ দে, তন্ময় সরকার, ডাঃ প্রণব বিশ্বাস, দীপক হোড়, বাপ্পি সাহা, মিনি দাস, নূপুর দাস, অমিত দাস, জয়দেব দাস, রাজেশ রায়, রুদ্র সাহা, নয়ন দাস, পরেশ দে, শানু বিশ্বাস প্রমুখ।