কোরআন, নবী (স) কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪ মো:মাহবুব হাসান।। বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আবদুল গনি দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষিকা (বাংলা) তাপসী রানী দাস হিন্দু সম্প্রদায়ের লোক হওয়া সত্ত্বেও গত ২০২১ সালে এনটিআরসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে চাকুরী করে আসছেন। তিনি নিয়োগ হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে শ্রেনী কক্ষ বা বাইরে ইসলাম, মুসলমান, নবী, রাসুল, কোরআন সম্পর্কে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছেন। কিন্তু সে সময়ের পরিবেশ ও পরিস্থিতির কারণে সাধারণ মানুষ মুখ খোলেননি। সর্বশেষ গত ১৯/১১/২০২৪ ইংরেজি তারিখ মাদ্রাসার অষ্টম শ্রেণীর ক্লাসে তাপসী রানী কোরআন,নবী (স) কে আপত্তিকর মন্তব্য করেন। তিনি ক্লাসে ছাত্র-ছাত্রীদের বলেন তোমরা আল্লাহ বলতে যা বোঝ, আসলে আল্লাহ বলতে কিছু নাই, কোরআনে ভুল আছে, কোরআন মানুষের তৈরি, তোমাদের নবী চরিত্রহীন। এ রকম আপত্তিকর মন্তব্য করেছেন।যা নিন্দনীয় ও শাস্তি যোগ্য অপরাধ।এ আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে ছাত্র ছাত্রীরা তাদের অভিভাবক সহ এলাকার মুসলিম তৌহিদী জনতা তাৎক্ষণিক ভাবে মাদ্রাসার বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আশরাফুল ইসলাম কে বিষয়টি অবহিত করে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপজেলা নির্বাহী অফিসার তাপসী রানী কে কারন দর্শানো নোটিশ প্রেরন করেন। গতকাল মাদ্রাসা সংলগ্ন কলাগাছিয়া বাজারে আসর নামাজ বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের ব্যানারে আপামর জনসাধারণ কোরআন, নবী (স) নিয়ে আপত্তিকর মন্তব্য প্রতিবাদে ও তাপসী রানী দাস এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রচুর লোক সমাগম হয়। মানববন্ধনে ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী সহ বিভিন্ন সংগঠনের আপামর জনসাধারণ উপস্থিত হন।মানববন্ধনে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন। স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন এর নেতারা বক্তব্য রাখেন।এ ছাড়া ও ইসলামী যুব আন্দোলন এর উপজেলা সভাপতি ইউসুফ মাতুববর, ইসলামী যুব আন্দোলন এর জেলার সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সহ বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন। সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, অনতিবিলম্বে যদি এই কুলাঙ্গার কে স্থায়ী ভাবে চাকুরী থেকে অব্যাহতি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তবে তৌহিদী জনতাকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সর্বশেষ বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মৌলভি নুরুল ইসলাম আকন তার বক্তব্যে তাপসী রানী কে অনতিবিলম্বে চাকুরী থেকে অব্যাহতি দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেন। তিনি প্রশাসনের উদ্দেশ্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি কোন রকম তাল বাহানা করা হয় তবে তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির মাধ্যমে তাপসী রানীর শাস্তি নিশ্চিত করা হবে। তিনি সরকারকে বলেন অনতিবিলম্বে মাদ্রাসার পরিপত্রটি সংশোধনের মাধ্যমে ভিন্ন ধর্মালম্বীদের মাদ্রাসায় নিয়োগ বন্ধ করুন এবং কোরআন ও নবী ( স) কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারীদের কঠিন শাস্তি আইন পাশ করুন। SHARES সারা বাংলা বিষয়: