চাটখিল সাহাপুর ইউনিয়নের প্রধান শিক্ষকের বসত বাড়ি জবর দখলের অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

মোঃ হানিফ ।। নোয়াখালী চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর বেল্লাল হোসেন নামক সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসত ঘরে জোর পূর্বক দখল ও তার পরিবারের সদস্যদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় মোঃআমিনুল্লার ছেলে  নুরুল  হক এর বিরুদ্ধে। শিক্ষক বেল্লাহ হোসেন ও এলাকাবাসীর থেকে জানা যায়  নুরুল হক জমি সহ একটি বাড়ি বিক্রির জন্য পত্রিকায় একটি বিজ্ঞাপন দেন পাশ্ববর্তী হওয়ায় বেল্লাল হোসেন  জমি সহ বাড়িটি ক্রয় করেন, ক্রয় করার কিছুদিন  অতিক্রম করার পর নুরুল হক নানান ভাবে বিক্রয়কৃত বসতঘর দখলের চেষ্টা চালায়, বার বার গ্রাম্য সালিশে উনাকে নিষেধ করার পরও উনি তা অমান্য করে, পরবর্তীতে নুরুল হক কোর্টে মিথ্যা  অভিযোগ দায়ের করে। কোর্ট সীমানা নির্নয় করার জন্য অনুমতি দিলে, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর উপস্থিতিতে গত ২০ নভেম্বর  সীমানা পিলার গুলো স্থাপন করতে আসে, অভিযোগের পেক্ষিতে বসতঘরের কিছু অংশ বেল্লাল হোসেনের দাগ নাম্বার অনুযায়ী না থাকায়, কোনো প্রকার সময় না দিয়ে নুরুল হক লোকজন দিয়ে তার বসতঘরে ভাংচুর চালায়, কিন্তু নুরুল হক তার বসতঘর সহ উক্ত জমি বিক্রি করে যা নুরুল হক জমি বিক্রির জন্য পত্রিকায় ও বিজ্ঞাপন দেন, তাছাড়া এলাকার মানুষের কাছে নুরুল হক এর বিরুদ্ধে  তার পিতা-মাতা কে নির্যাতন সহ বিভিন্ন  রকম অভিযোগ রয়েছে।   শিক্ষক বেল্লাল হোসেন কে আদালতে আপিল করার সময় না দিয়ে, সন্ত্রাসীর মাধ্যমে তার বসতঘর ভাংচুর ও তার পরিবারের সদস্যদের উপর নির্যাতনের সুস্থ বিচার দাবি  করে, এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুবিচারের দাবি করেন।