শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২৮(আটাশ) পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার-০২ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪ মোঃ ছায়েদ আলী।। অদ্য ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ, রাত ০০.৪৫ ঘটিকায় শ্রীমঙ্গল থানার এসআই(নিরস্ত্র)/সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন ০৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত দক্ষিণ মুসলিমবাগ গাংপাড় সাকিনস্থ জহির আলী সুপার মার্কেট ইউনিক ফার্মেসী দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক কারবারী ১। সুমন দাশ (৩২), পিতা-তপন দাশ, ২। রাজু দাশ (৩১), পিতা-সমিরন দাস, উভয় সাং-দক্ষিন ভাড়াউড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হইতে মোট ২৮ (আটাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। SHARES সারা বাংলা বিষয়: