কেন্দুয়ায় কেন্দ্রীয় যুবদলের ৩১দফা প্রচারণা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেছেন ।বুধবার (৪ ডিসেম্বর) লিফলেট বিতরণকালে বেলা আড়াইটার দিকে কেন্দুয়া পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এক পথ সভায় বক্তব্য রাখেন তিনি ।উক্ত সভায় মোঃ কামরুজ্জামান জুয়েল দলীয় নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক   ঘোষণাকৃত ৩১ দফা সবার মাঝে পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । তিনি আরো বলেন, ‘২৪ গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে । কিন্তু এ সুযোগে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যাতে কোন অন্যায় ও অনিয়ম করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে । এছাড়াও তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির  পরিচয়ে কারো কাছে কোন চাঁদা দাবি করলে, আমাদের জানাবেন । আমরা দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নেবো । সর্বশেষ রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে ৩১ দফার গুরুত্ব ও আগামী নির্বাচনে সাধারণ মানুষকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি ।এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাবেক সহ- সভাপতি আব্দুল্লাহ আল- মামুন রনি, রফিকুল ইসলাম, মনজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রিপন,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত, নেত্রকোণা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীরুল ইসলাম রাজন, নেত্রকোণা সদর পৌর যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক রানা, কেন্দুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রোমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান খোকা, সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল হক শিবলীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনতা ।