ভাঙ্গায় মহাসড়কে চুরি ,ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে কার্যক্রম কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪ মোঃ রিপন শেখ।।ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে চুরি, ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে এবং হ্যালো এইচপি( Hello HP)আ্যাপস ইনষ্টলেশন ক্যসম্পেইনের কার্যক্রম কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ভাঙ্গা হাইওয়ে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুরের পুলিশ সুপার শাহিনুল আলম খান।ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, বাস মালিক সমিতির পক্ষে বাহাউদ্দিন জিতু, সুশীল সমাজের পক্ষে সিরাজ মাতুব্বর, সাংবাদিক মামুনুর রশিদ ও দিলীপ দাস, ছাত্র প্রতিনিধি আনিসুজ্জামান ,ব্যবসায়ী প্রতিনিধি হাদিউজ্জামান রাজু প্রমুখ।সভায় বক্তারা বলেন,সড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে থানা পুলিশকে জনগণের সহযোগিতা নিয়ে সকল সমস্যা সমাধানের আহ্বান জানান। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। SHARES সারা বাংলা বিষয়: