বিস্ফোরক মামলার দুই আসামি রিমান্ডে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া থানায় বিস্ফোরক মামলার আসামি কামরুল হাসান ভূঁঞা ও তাজুল ইসলাম ভূঁঞাকে রিমান্ডে আনা হয়েছে ।বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকালে উল্লেখিত দুই জনকে দুই (২) দিনের রিমান্ডে আনা হয়েছে বলে নিশ্চিত করেন কেন্দুয়া থানা পুলিশ ।এ বিষয়ে কেন্দুয়া থানার তদন্ত ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ওমর কাইউম জানান, একই মামলায় দুই জনকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে ।উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ীর মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন । মামলা নং ২০।মামলা মারফত জানা যায়, কেন্দুয়া বাজার, কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ও থানা থেকে কিছু দূরে বিএনপির দলীয় কার্যালয়ে মিছিলসহ বিস্ফোরক দ্রব্য (ককটেল) বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ত্রাস সঞ্চার করতঃ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এ মামলা দায়ের করা হয় ।