বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এর মোবাইল কোর্ট পরিচালনা ১০,০০০ টাকা জরিমান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

আরিফুর রহমান হিমেল।।অদ্য ০৪.১২.২০২৪ খ্রি: তারিখে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়  সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ছামিউল ইসলাম  এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে  কেবি ফুড প্রোডাক্টস, স্টেশন রোড, সদর, কিশোরগঞ্জ প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লংঘনের দায়ে ১০,০০০/- (দশ হাজার) জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে জনাব এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। বিএসটিআই নরসিংদী এর উপ-পরিচালক জন্য হাবিবুর রহমান জানান নিম্নমানের পণ্যের বাজারজাত প্রতিরোধকল্পে প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। বিএসটিআইয়ের এসব কার্যক্রমে জনগণ অনেক প্রশংসা করছে।